• 5 years ago
পরিচিতি সংক্ষেপঃ-
================
* চলচ্চিত্রঃ প্রতিজ্ঞা,
* মুক্তি পায়ঃ ০৭ নভেম্বর-১৯৮০ইং,
* শ্রেষ্ঠাংশেঃ ফারুক/ ববিতা,
* পরিচালকঃ এ,জে,মিন্টু।

দুটি কথাঃ-
==========
আমি জানি যে হৃদয়টা মশালের মত নয়, যা দিয়ে আমি সকলের মনটাকে আলোকিত করতে পারবো, তবুও চেষ্টাটা আমার অব্যাহত থাকবে, যদি এই পুরনো সাদাকালো চলচ্চিত্র গুলোর মাধ্যমে আপনাদের মনকে কিছুটা হলেও রাঙানো যায়, আনন্দ দেয়া যায়।
আমি ছেলেবেলা থেকেই সাংস্কৃতিমনা, মূলত ছড়াকার, ছড়া,কবিতা লিখি, তাছাড়া বাংলা পুরনো সাদাকালো চলচ্চিত্র গুলোর প্রতিও অনুরাগ নেহায়েৎ কম নেই। ৬০,৭০,ও ৮০ দশকের বাংলা পুরনো সাদাকালো চলচ্চিত্র গুলো অনেক অনেক ভালবাসি,কেননা আমার কৈশোর ও যৌবনের সাথে ঐ পুরনো সাদাকালো চলচ্চিত্র গুলো নিবিড়ভাবে মিশে আছে।
আমার যা ভালোলাগে, আমি সবার মাঝে তা ছড়িয়ে দিতে চাই। যখন দেখলাম বাংলা পুরনো সাদাকালো চলচ্চিত্র গুলো হারিয়ে যাবার উপক্রম হচ্ছে, আর তখনই মাধ্যম হিসেবে ডেইলিমোশনকে বেছে নিলাম। সোনালী দিনের রুপালী চলচ্চিত্র গুলো বুকের ভিতরে প্রচণ্ড নাড়া দেয় বলেই আমার এপথ চলা।

সবাইকে শুভেচ্ছা,ভালোবাসা আর অভিনন্দন।

Two words: -
==========
I know that the heart is not like a torch with which I can enlighten everyone's mind, but I will continue to try, if these old black and white films can make your mind at least a little bit, happy.
I have been culture-minded since my childhood, mainly writing rhymes, rhymes, poems, moreover, I have no less affection for old Bengali black and white films. I love the old Bengali black and white films of the 60's, 70's and 80's, because those old black and white films are closely intertwined with my adolescence and youth.
What I like, I want to spread among everyone. When I saw that the old Bengali black and white films were on the verge of disappearing, I chose Dailymotion as my medium. The silver films of the golden days make a strong move inside my chest, so I have to walk this path.

Greetings, love and congratulations to all.

Recommended