করোনা যুদ্ধে কলেজ পড়ুয়াদের "W€ π KOHLI-fied নামে ফেসবুক গ্রুপের নিরব অভিযান

  • 4 years ago
করোনা যুদ্ধে নতুন নজির গড়লো স্বরূপ নগরের কলেজ পড়ুয়াদের "We r Kohli-fied" নামে একটি ফেসবুক গ্রুপ

লোকডাউনে সাধারণ মানুষের দুর্দশার কথা ভেবে গুটিকতক ফেসবুক বন্ধু অসহায় পরিবারে খাদ্য সামগ্রী তুলে দিতে উদ্যোগ নেন। তাদের এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের পরিবারের সদস্যরা ও বন্ধু বান্ধবরা। প্রথমে 40 - 50 টি পরিবারের দেওয়ার কথা ভাবা হয়। ধীরে ধীরে সহযোগিতা বাড়তে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে চাহিদার কথা জানানো হয়। শেষ পর্যন্ত 136 টি পরিবারের পাশে তারা দাড়াতে পারলেন।
না! কারো ছবি তারা তোলেননি। সামাজিক দূরত্ব বজায় রেখে 8 টি গ্রামে তাদের ছোট ছোট টিম পৌঁছে যায়। অ্যাডমিন দের পক্ষ থেকে জয়ন্ত চৌধুরী জানান "মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে তারা আগামীতে আরো কাজ করতে করবে, আরো পরিবারের পাশে দাঁড়াবে।
তাদের টিমে ছিলেন জয়ন্ত চৌধুরী, শুভেন্দু মন্ডল, সুরজিৎ ঘোষ, চয়ন সরকার, অভিষেক মন্ডল, সাহিন মন্ডল এবং রাকেশ সরকার।