Techzoom.TV Cyber Talk Powered by REVE Antivirus | Episode : 2 | টেকজুম সাইবার টক | পর্ব:২

  • 6 years ago
##TechzoomTV Cyber Talk Powered by REVE Antivirus | Episode : 2##
##টেকজুম সাইবার টক পাওয়ার্ড বাই রিভ অ্যান্টিভাইরাস | পর্ব:২##

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাপক উন্নয়নে পুরো বিশ্ব আজ একটা ছোট গ্রাম। এখানে নেই কোন সীমানা। তাই সাইবার জগতে কোনও কিছুই সুরক্ষিত নয়। তাই সাইবার নিরাপত্তায় সর্বপ্রথম প্রয়োজন ব্যবহারকারীদের সচেতনতা। কেননা ব্যক্তি সচেতন না হলে তার ব্যবহৃত ডিজিটাল আইডি বা ডিভাইসের নিরাপত্তা বাইরের একজন চাইলেও সাথে সাথে দিতে পারবেন না। এ জন্য প্রয়োজন ব্যক্তি বা ব্যবহারকারীর সচেতনতা। দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এজন্য শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং সচেতনতা তৈরির মাধ্যমে প্রত্যেক নাগরিকের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখা অনেক গুরুত্বপূর্ণ।


তথ্যপ্রযুক্তি তথা সাইবার নিরাপত্তার নানা বিষয়ে নিয়ে সপ্তাহে আলোচনা করবেন দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। টেকজুম ডটটিভিতে বিশেষ আয়োজন ‘‘টেকজুম সাইবার টক পাওয়ার্ড বাই রিভ অ্যান্টিভাইরাস’’ শোতে দিকনির্দেশনা পাওয়া যাবে। এই বিশেষ আয়োজনে মাঝে মধ্যে প্রশ্নোত্তর পর্বও থাকবে। প্রচারিত হবে প্রতি মঙ্গলবার। চোখ রাখুন টেকজুম ডটটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

রিভ অ্যান্টিভাইরাসের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ইবনুল করিম রূপেন-এর উপস্থাপনায় এ পর্বে কথা বলেছেন সফটওয়্যার ডেভেলপিং প্রতিষ্ঠান ইন্টারেক্টিভ আর্টিফ্যাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুসরাত জাহান।

নুসরাত শারীরিক প্রতিবন্ধীদের জন্য সফটওয়্যার তৈরি করে সেরা ইনোভেটিভ আইডিয়ার জন্য হয়েছেন পুরস্কৃত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে তথ্য-প্রযুক্তি বিষয়ে মাস্টার্স করেন জার্মানির রাইনওয়াল ইউনিভার্সিটি থেকে। ফিরে এসে গড়ে তোলেন সফটওয়্যার ডেভেলপিং প্রতিষ্ঠান ‘ইন্টারঅ্যাকটিভ আর্টিফ্যাক্ট’। কাজ করছেন এ আর (অগমেন্টেড রিয়ালিটি), ভি আর (ভার্চুয়াল রিয়ালিটি), সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রভৃতি বিষয় নিয়ে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন আইডিয়া চেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৪৩৭টি আইডিয়ার মধ্যে তার আইডিয়াটি সেরা ১০ এ স্থান পায়। আইডিয়াটি ছিল শারীরিক প্রতিবন্ধীদের শরীরচর্চা কী রকম হবে, সে বিষয়ে সিস্টেম তৈরি করা। তার এই সিস্টেমের নাম ‘ফিজিওট্র্যাক’। খুব অল্প সময়ে ইন্টারেক্টিভ আর্টিফ্যাক্ট লিমিটেড বিডি লাভ করেছে ভেঞ্চার লিমিটেড-এর বিনিয়োগ। এরই মধ্যে আরও বেশকিছু কাজ করেছেন নুসরাত জাহান’র প্রতিষ্ঠান। তৈরি করেছেন ‘কিলোফ্লাইট’ নামে বাংলাদেশের প্রথম অগমেন্টেড রিয়ালিটি গেম।

ইউটিউবে ভিডিও টি দেখবে ক্লিক করুন:

-------------------------------------------------------------------------------------------------------------------------
Techzoom TV: This is the first and only Online Technology newspaper in Bangladesh. Techzoom.TV online news portal started its activities from February 10, 2009 with the slogan of "Making Sense of Technology" by name techzoom24.com. This news portal starts for publishing all kinds of technology related news of country and aboard. They publish news and feature in both Bangla and English language. techzoom.tv already creates huge readers all over the world.

C O N N E C T W I T H Techzoom TV | টেকজুম ডটটিভি
■ Website: https://www.Techzoom.tv
■ Facebook: https://www.facebook.com/techzoom.tv
■ Instagram: https://www.instagram.com/techzoomtv
■ G+: https://www.plus.google.com/+techzoomtv
■ Dailymotion: https://www.d