Ami ki Tomay khub Birokto korchi by Anupam Roy (আমি কী তোমায় খুব বিরক্ত করছি)
Ami Ki Tomay Khub Birokto Korchi ‘Lokkhiti’ Male Version By Anupam Roy From The Movie Drishtikon
আমি কি তোমায় খুব বিরক্ত করছি ? বলে দিতে পারো তা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়। - [ ২ বার ] তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না ঐ ঠিকানায় , আমারওতো মন ভাঙে চোখে জল আসে , আর অভিমান আমারওতো হয়, অভিমান আমারওতো হয়। যদি এই মুঠো ভরা শিউলী ফুল , যদি এই খুলে রাখা কানের দুল , লক্ষীটি একবার ঘাড় নেড়ে , সম্মতি দাও আমি যাই ছেড়ে। এতো কথা বলি ,পাখি হয়ে উড়ে যায় সব তোমাকে ছুঁতে পারে না। এতোবার আসাযাওয়া একই পথ দিয়ে , কই তোমার তো চোখে পরে না। - [ ২ বার ] তাহলে কি আমি কেউ নই , যেন অজানা ভাষায় লেখা বই , আমারওতো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি , সুযোগটা পাচ্ছি কই ? আমি সুযোগটা পাচ্ছি কই ? যদি এই মুঠো ভরা শিউলী ফুল , যদি এই খুলে রাখা কানের দুল , লক্ষীটি একবার ঘাড় নেড়ে , সম্মতি দাও আমি যাই ছেড়ে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি
Ami Ki Tomay Khub Birokto Korchi ‘Lokkhiti’ Male Version By Anupam Roy From The Movie Drishtikon
আমি কি তোমায় খুব বিরক্ত করছি ? বলে দিতে পারো তা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়। - [ ২ বার ] তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না ঐ ঠিকানায় , আমারওতো মন ভাঙে চোখে জল আসে , আর অভিমান আমারওতো হয়, অভিমান আমারওতো হয়। যদি এই মুঠো ভরা শিউলী ফুল , যদি এই খুলে রাখা কানের দুল , লক্ষীটি একবার ঘাড় নেড়ে , সম্মতি দাও আমি যাই ছেড়ে। এতো কথা বলি ,পাখি হয়ে উড়ে যায় সব তোমাকে ছুঁতে পারে না। এতোবার আসাযাওয়া একই পথ দিয়ে , কই তোমার তো চোখে পরে না। - [ ২ বার ] তাহলে কি আমি কেউ নই , যেন অজানা ভাষায় লেখা বই , আমারওতো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি , সুযোগটা পাচ্ছি কই ? আমি সুযোগটা পাচ্ছি কই ? যদি এই মুঠো ভরা শিউলী ফুল , যদি এই খুলে রাখা কানের দুল , লক্ষীটি একবার ঘাড় নেড়ে , সম্মতি দাও আমি যাই ছেড়ে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি
Category
🎵
Music