রাজারানীর ব্যাপার স্যাপারই আলাদা। তারপর আবার তাদের জন্মদিন! তাও যদি হয়, এককালে সূর্য অস্ত না যাওয়া ব্রিটিশ রানীর, তাহলে তো কথাই নেই!! হ্যাঁ, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনের কথা বলছি। শনিবার বেশ জাঁকজমকপূর্ণভাইে পালিত হলো তাঁর ৯২তম জন্মদিন। রানীর জন্মদিনে রয়্যাল আলবার্ট হলে আয়োজন করা হয় জমজমাট কনসার্টের। আরো জানাচ্ছেন ধ্রুব হাসান।
রানির জন্মদিন উদযাপন শুরু হয় বাকিংহাম প্রাসাদে। আইরিশ গার্ডদের ব্যান্ড 'হ্যাপি বার্থডে' বাজিয়ে রানিকে শুভেচ্ছা জানায়।
সন্তান প্রিন্স চার্লস, নাতি প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি, তার বাগদত্তা মেগান মের্কেলকে নিয়ে আলবার্ট হলের কনসার্টে যোগ দেন রানি। ২১তম জন্মদিন থেকে সিংহাসনে বসেন রানী দ্বিতীয় এলিজাবেথ।
দীর্ঘ ৬৬ বছর ধরে ক্ষমতায় থাকা রানী ব্রিটেনের পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৬টি দেশের আলংকরিক রাষ্ট্রপ্রধান। দীর্ঘ সময় ব্রিটিশ সিংহাসনে থাকার রেকর্ড গড়েছেন তিনি।
বছরে দু'বার জন্মদিন উদযাপন করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দ্বিতীয়বার জন্মদিন উদযাপন করবেন আগামী জুনে।
Website: https//www.nagorik.com
Nagorik TV YouTube: https://www.youtube.com/channel/UCig6...
—————————————
Find Nagorik TV in Social Media:
Nagorik TV on Facebook : https://www.facebook.com/nagorik.media/
Nagorik TV on Twitter : https://twitter.com/nagorikonline
Nagorik TV on Google Plus: https://plus.google.com/1181749800505...
Nagorik TV on Pinterest: https://www.pinterest.com/nagorikonline/
Category
🗞
News